
অনলাইন ডেস্ক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চোর ধরিয়ে দেয়ায় এক অসহায় পরিবারকে মারধর ও হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রভাবশালী মহলের হুমকিতে এলাকায় প্রবেশ করতে পারছে না ভুক্তভোগীরা বলে অভিযোগে জানিয়েছেন তারা। উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা হলেন- ঐ এলাকার ফারুক মৃধা ৪৫) তার দুই ছেলে নয়ন (২৬) ও শাওন (২৪)। হয়রানীর ঘটনায় ভুক্তভোগীরা ভয়ে থানায় যেতে না পেরে আদালতে মামলার প্রস্ততি গ্রহণ করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ফারুক মৃধা অভিযোগে জানান, বিভিন্ন সময়ে এলাকার একেকজনের খামার থেকে হাস মুরগি ও বসতঘর থেকে মোবাইল, নগদ টাকা চুরির ঘটনা ঘটছিল। আমাদের বাড়ি থেকেও ধান চুরির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আমার ছেলেরাসহ স্থানীয়রা এলাকাজুড়ে কড়া পাহারা দেয়। এরই প্রেক্ষিতে চুরির উদ্দেশ্যে একটি ভবনের তালা ভেঙ্গে প্রবেশের সময় স্থানীয়দের হাতে হাতেনাতে ধরা খায় স্থানীয় কানাই মৃধার ছেলে আবুল মৃধা। এসময় আমার ছেলেরাও সেখানে ছিল। আবুলকে আটক করে চুরির দ্বায় শিকার করলে চৌকিদারের হাতে তুলে দেয়া হয়। এরপর তিনি আবুলকে থানা পুলিশের হাতে তুলে দেন।
তিনি আরও জানান, আবুল কিছুদিন কারাগারে থেকে জামিনে বের হয়ে তাদের সহযোগীদের নিয়ে তাকে যারা আটক করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করতে থাকে। এরই ধারাবাহিকতায় স্থানীয় বাজারে গেলে আমিসহ আমার দুই ছেলেকে আবুলের সহযোগী জসিম, বাচ্চু, রাজিব, ইমরান, রফিকসহ আরও কয়েকজন মিলে আমাদের বেধরক পেটায়। এছাড়া আমার স্ত্রীর সাথে থাকা স্বর্নের চেইন ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তারা। আমাদের ডাক-চিতকারে স্থানীয়রা ছুটে এসে উদ্বার করলে আমাদের মিথ্যা মামলা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী ফারুক জানান, চোর ধরিয়ে দেয়ায় আবুল ও তার সহযোগীদের আমাদের ওপর ক্ষিপ্তরা আরও বেড়ে যায়। ফলে থানায় একটি লুটপাট ও ভাংচুরের মিথ্যা মামলা দায়ের করে। এছাড়া আমাদের বাজারে উঠতে না দেয়াসহ বিভিন্নভাবে হুমকি ও হয়রানী করতে থাকে। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে জানতে অভিযুক্ত আবুল মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানান, একটি মামলা দায়ের হয়েছে। সুষ্ঠু তদন্ত চলছে। এছাড়া কেউ কাউকে অযথা হয়রানী করলে সেটির অভিযোগ পেলে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply