
স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন চরখাগকাটা গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবককে মারধোর করেছে প্রতিপক্ষরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭ টায় ডালিরহাট বাজারে জাকির টি স্টলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত মো: রেদোয়ান মৃধা হলেন চরখাগকাটা গ্রামের বাসিন্দা মো: আনিসুর রহমান মৃধার ছেলে। আহত রেদওয়ান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রেদওয়ান জানান ১ বছর আগে মোসলেম ইউপি সদস্য তরিকুল ইসলাম মৃধার বাসায় চুরি করতে গিয়ে ধরা পড়েলে তাকে বেঁধে রাখে রেদওয়ান ডাক চিৎকার শুনে গঠনস্থলে গেলে মোসলেম কে বাধা অবস্থায় দেখতে পেয়ে চড় থাপ্পড় দিয়ে বলে চুরি না করে কাজ করে খেতে বলে। তার এই সূত্র ধরে ২৬ জানুয়ারি রেদওয়ান নদীর পাড়ে মাছ কেনার উদ্দেশ্যে গেলে তাকে একা পেয়ে মোসলেম পিছন থেকে রেদওয়ানের মাথায় হত্মার উদ্দেশ্য নৌকার বৈঠা দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এই ঘটনায় কোর্টের ৭ দ্বারায় একটি মামলা দিলে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডালিরহাট বাজারে সালিশ মীমাংসার কথা বলে তাদেরকে ডেকে নেয় রেদওয়ানরা সালিশ মীমাংসার জন্য বাজারে পৌঁছালে সালিশদার গনের সামনেই জয়নাল ডাক্তারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে জয়নাল ডাক্তার, মোসলেম, শাহজামাল ও রাকিব সহ ১০/১৫ জন মিলে হত্যার উদ্দেশ্যে রড, জি আই পাইপ ও লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। তার ডাক চিৎকার শুনে বড় ভাই রিয়াজুল এগিয়ে আসলে তাকেও পিটিয়ে যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।
Leave a Reply