নিজস্ব প্রতিবেদক // ভোলার গ্যাস নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। দেখা দিয়েছে ব্যাপক উন্নয়ন ও সম্মৃদ্ধির সম্ভাবনা। ভোলাবাসী চায় জেলাতেই শিল্পকারখানা নির্মাণ করা হোক। মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক গ্যাস। এ দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নর্থ-২ নামের গ্যাস কুপে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালানো হয়েছে। ভোলাবাসী বলছে এখানে গ্যাস ও বিদ্যুতের কোন ঘাটতি নেই।
এই সুযোগ কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সচেতনরা।
অন্যদিকে, জেলার গ্যাস গৃহস্থালী কাজে ব্যবহারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি।নর্থ-২ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।
সেই সাথে পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে আরও কূপ খননের পরিকল্পনার কথা জানিয়েছেন বাপেক্স কর্মকর্তা। ভোলায় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচনের আশা উপজেলা নির্বাহী কর্মকর্তার।
১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫ টিসহ জেলার আরও ৪ টি পয়েন্টে মোট ৮ টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘনফুট।
Leave a Reply