তিনি আরও বলেন, ‘১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। আমান উল্লাহ আমানের এই বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সবাই ভয় পেয়ে গেছেন। ভয়ের কোনো কারণ নেই। আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। এ জন্য আমাদের পাঁচজন প্রাণ দিয়েছে। আমাদের হাজারো লোক প্রাণ দেবে। আমরা অবশ্যই দেশে শান্তি ফিরিয়ে আনবো।’
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০’র গণঅভ্যূত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ জিহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো সময় আছে, ক্ষমতা ছেড়ে সংসদ বিলুপ্ত করেন। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেন। এই নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে পার্লামেন্ট নির্বাচন দেন। জনগণের ভোটে নতুন সরকার হবে। তা না হলে পালাবার পথও খুঁজে পাবেন না।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ জেগে উঠেছে। তরুণ ও যুব সমাজকে অনুরোধ করব, আরও এগিয়ে আসুন। নিজের ভাগ্যের কথা চিন্তা না করে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করুন। যুক্ত হন, দেশের মানুষকে মুক্ত করার চলমান আন্দোলনে। আমাদের নেতা বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে তাদের পরাজিত করব।’
জিহাদ দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এই স্মরণসবায় ডাকসু’র সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাবেক জিএস খায়রুল কবির খোকনের পরিচালনায় উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী, হেলাল ফজলুল হক মিলন, লুৎফর রহমান, মোস্তাফিজুর রহমান বাবুল, সরাফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম খান আলীম, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েলসহ আরও অনেকে।
Leave a Reply