জানা গেছে, সাভারের আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান শুরু করেন ১৪ জন ব্যক্তি। পরে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এক লাখ টাকায় মাসে এক হাজার টাকা মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের টাকা জমা দেয়ায় আগ্রহী করেন। গত কয়েক মাসে ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক শ্রমিকসহ বিভিন্ন মানুষ সেখানে ফিক্সড ডিপোজিটের মাধ্যমে কোটি কোটি টাকা সঞ্চয় করেন। পরে গ্রাহকদের কয়েক কোটি টাকা আমানত হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ওই প্রতিষ্ঠান।
খবর পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা জামগড়ার ওই মাল্টিপারপাস অফিসে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান। এরপর অনেক চেষ্টা করেও লাপাত্তা হয়ে যাওয়া কোম্পানির হদিস পায়নি কেউ। নিরুপায় হয়ে শত শত গ্রাহকরা সোমবার চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড অফিস ঘেরাও করে সেখানে অবস্থান নেয়।
সচেতন গ্রাহকরা জানান, উপজেলা সমবায় অফিসের মনিটরিং না থাকার কারণে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ব্যাঙের ছাতার মত সমবায় সমিতি ও মাল্টিপারপাস প্রতিষ্ঠান করে চড়া সুদের ব্যবসা করে আসছে এক শ্রেণির মুনাফালোভীরা।
এ ব্যাপারে আশুলিয়া থানা অবগত আছে এবং অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি এস এম কামরুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।
Leave a Reply