1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
জনসেবায় নির্বাচনে অংশ নিয়েছি- ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল উপজেলা নির্বাচন/ জনপ্রতিনিধি নয়, জনসেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই- রাজিব ব্র্যাকের সহযোগীতায় নিরাপদে বিদেশ যাচ্ছে মানুষ , ফেরতরা পাচ্ছেন সহায়তা বাকেরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে রাজিব তালুকদারকে চায় উপজেলাবাসী বরিশাল ডিসি ঘাট দখলে মরিয়া চিহ্নিত অপরাধীরা নির্বাচিত হলে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবো- চেয়ারম্যান প্রার্থী রাজিব রামুতে ভূমিদস্য সিরাজের অপকর্ম মামলা হওয়ার পরেও ধরা-ছোয়ার বাহিরে শেখর পরিবারের উদ্যোগে প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরনের দশম মৃত্যুবার্ষিকী পালিত মানবিক কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগ, সাড়ে ৪ হাজার মানুষকে ঈদ উপহার বিতরণ

সৈয়দ সাবের হোসেন বাবু বরিশাল সেটেলমেন্ট অফিসে অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে রেকর্ড সৃষ্টির গোপন তথ্য ফাস!

  • প্রকাশিত : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১০৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব বার্তা পরিবেশক // বরিশাল নগরীর চিহ্নিত ভুমিদস্যু সৈয়দ সাবের হোসেন বাবুর জালিয়াতি ও জমির অবৈধ কাগজপত্রাধি দিয়ে রেকর্ড তৈরির অসাধু কার্যক্রম ফাঁস হয়েছে।

 

জানা যায়, বাবুর জাল ও দেওয়ানী আদালতের ৮৫/২০০৯ , ০৫/২০১০, দেওয়ানী আপিল ১৩০/২০১৫ , এসিল্যান্ড আদালতের মিস কেস ৩৫ কেটি /২০০৪-০৫ , মিস কেস ৬৮ কেটি / ২০০৮-০৯( ১৫০) ধারা, মিস কেস ৯৫/২০১৬-১৭ কেসের আদেশে বাতিলকৃত ৯৩/৫১ নং টাকার মোকাদ্দমার ৬৫/৫৩ টাং ডিং তথা মিস কেস ২৩/৬৩(৫৪) ধারা , মিস কেস ৭৬২/৬২ (৫৪) ধারা মামলার আদেশ বাতিল হয়েছে। অথচ সেই বাতিলকৃত মামলার কাগজপত্র ব্যবহার করে সেটেলমেন্ট অফিস, তহশিল অফিসে অসাধু পহ্নায় জমির রেকর্ড তৈরী করেন। ইতিপূর্বে বাবুর বাবা সৈয়দ মোহাম্মদ হোসেন জাল জালিয়াতির আশ্রয় নিয়ে জমির হেবানামা দলিল তৈরি করে নামজারি রেকর্ড করে সেই জমি বিক্রি ও জোর পুর্বক দখলের পায়াতারা চালিয়েছেন।

 

 

যা ৯৩/৫১ নং টাকার মোকদ্দমা হতে তৈরি ৬৫/৫৩ টাং ডিক্রি তথা সৃষ্ট মিস কেস ২৩/৬৩(৫৪) ধারা, ৭৬২/৬২ (৫৪) ধারা ও রাজপুর সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ০৯/০৯/৭১ সালের ১০৫৫ নং হেবানামা দলিল। এদিকে অভিযুক্ত সৈয়দ সাবের হোসেন বাবু তারা বাবার কাছ থেকে মালিকানা ও দখল বিহীন ভাবে ২৬/০৬/১১ তারিখের ৭৩১৮ এবং ২০/০৬/১২ তারিখের রেজিস্ট্রিকৃত ১২১৬৪ নং হেবার ঘোষণাপত্র দলিলমুলে মালিক প্রদর্শন করে নামজারী রেকর্ড করে জোরপুর্বক দখল করার পাঁয়তারা চালালে ভোগদখলীয় জমির মালিকরা বাবুর বিরুদ্বে বরিশাল বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা দায়ের করেন। যা বিচারাধীণও রয়েছে।

 

এর বাদী সুলতান, যার সি আর কেস নং ১০৫৫/১৭, হাবিবুল্লাহ যার সি আর কেস নং ৭৪০/১৮, এম এ মোতালেব যার সি আর কেস নং ১৯০ ও আলতাফ হোসেনের দায়ের করা মামলায় যার জি আর মামলা নং- ৩৯০১/১৬, সি এস আদালত। এছাড়াও অভিযুক্ত বাবুর বিরুদ্বে বিভাগীয় কমিশনার অফিস, সহকারী কমিশনার (ভুমি), দেওয়ানী , ফৌজদারী ও সেটেলমেন্ট আদালতে একাধিক মামলা রয়েছে। বাবুর বড় ভাই সৈয়দ সরোয়ার হোসেনও তার বিরুদ্বে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করছিলেন। যার নং- ২৩/১৯। মামলাগুলোতে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছিল। সে মোতাবেক পিবিআই ৯৩/৫১ হতে সৃষ্ট ৬৫/৫৩ টাং ডিক্রি , রাজাপুর রেজিস্ট্রি অফিসের ০৯/০৯/১৯৭১ তারিখের ১০৫৫ নং হেবানামা দলিল মিস কেস ২৩/৬৪(৫৪) ধারা , মিস কেস ৭৬২/৬২(৫৪) জাল জালিয়াতি ভাবে সৃষ্টি করে পেনাল কোর্ট ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪০৬ , ৪২০ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমান পায়। এ মামলায় একাধিকবার বাবু কারাভোগও করেছেন। এরপরেও অভিযুক্তবাবু একেরপর এক মিথ্যা মামলা করে অন্যের জমি দখলের পাঁয়তারাসহ নানাভাবে হয়রানী করে চলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ