
সকলে মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই- বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
আমরা সকলের সহায়তায় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকী।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) শিক্ষাবোর্ডের হলরুমে জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মোনাজাতের সভাপতি হিসেবে এ কথা বলেন তিনি।
এসময় বোর্ড চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের জুলাই মাস ক্যালেন্ডারে ৩১ দিনের হলেও বাস্তবতা ছিল তার চেয়েও দীর্ঘ। গণআন্দোলনের উত্তাপে এই মাসটি রূপ নেয় ৩৬ দিনব্যাপী এক ঐতিহাসিক সংগ্রামে। ‘৩৬ জুলাই’ কেবল একটি কাল্পনিক তারিখ নয়– এটি এখন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়, যেখানে রক্ত ও সংকল্পের মধ্য দিয়ে গড়ে উঠেছে নতুন এক যুগের সূচনা।
৫ আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমনি এটি একটি মর্মান্তিক দিন হিসেবেও পরিগণিত। কারণ এদিন অনেক মানুষ প্রাণ হারিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বোর্ড চেয়ারম্যান বলেন, তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি.এম শহিদুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামরুজ্জামান কামাল, কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
Leave a Reply