স্টাফ রিপোর্টার
ঝালকাঠি জেলার সদর থানাধীন কাঁচা বালিয়া গ্রামের গরু বিক্রেতা সাকিলকে পিটিয়ে যখন করেছে গরুর হাটের দালালরা। শুক্রবার (৬ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার সময় গূয়া চিত্রা বাজারের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ শাকিল বালি (২৩) হলেন কাঁচা বালিয়া গ্রামের বাসিন্দা মোঃ সাত্তার বালির ছেলে।আহত মোঃ শাকিল বালি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শাকিল জানান ঘটনার দিন তার বড় ভাই রাকিব রানা ও শাকিল গূয়া চিত্রা গরুর হাটে গরু বিক্রির উদ্দেশ্যে যান, হাটে যাওয়ার পরেই গরুর দালাল সেলিম ও আবু রাকিব রানার কাছে গরুর দাম জিজ্ঞেস করেন রাকিব গরুর দাম চাইলে সেলিম রাকিবকে উদ্দেশ্য করে খারাপ ভাষায় গালিগালাজ করেন এতে প্রতিবাদ করতে গেলে সেলিম (পিতা মোঃ শহর আলী) ও আবু মিয়া (পিতা মোঃ সোবাহান) সহ ৪/৫ জন মিলে রাকিব রানাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার ডাক চিৎকার শুনে ছোট ভাই শাকিল এগিয়ে আসলে তাকেও হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে বানুরী পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শাকিল এর অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । আরো জানা এ সময় দুই ভাইয়ের পকেটে থাকা নগদ ক্যাশ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।
Leave a Reply