বিশেষ প্রতিবেদক // পরিবেশ অধিদপ্তর ও ইয়ুথনেট গ্লোবালের যৌথ উদ্যোগে পরিবেশ ও জলবায়ু সচেতনতায় নতুন মাত্রা বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু সচেতনতা বাড়াতে “ইকো অলিম্পিয়াড ২০২৫” আয়োজন করছে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি ও আন্তর্জাতিক যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল। এই ব্যতিক্রমধর্মী আয়োজনের সফল বাস্তবায়নে গঠিত হয়েছে এক নতুন উদ্যমী আয়োজক কমিটি, যেখানে এবার বিশেষ এডভাইজার হিসেবে যুক্ত হয়েছেন দেশের খ্যাতিমান জলবায়ু আন্দোলনকর্মী ও যুব সংগঠক আরিফুর রহমান শুভ। দীর্ঘদিন ধরেই শুভ দেশের বিভিন্ন প্রান্তে তরুণদের সম্পৃক্ত করে পরিবেশ আন্দোলন, জলবায়ু ন্যায়ের পক্ষে জনসচেতনতা এবং সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে YouthNet Global এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একইসাথে কাজ করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু পরিবেশ ও জলবায়ু প্রকল্পে। তার দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতাই এবার “ইকো অলিম্পিয়াড ২০২৫” এর মতো গুরুত্বপূর্ণ আয়োজনে নতুন দিক নির্দেশনা দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। এই প্রসঙ্গে আরিফুর রহমান শুভ বলেন, “সবুজ পৃথিবীর স্বপ্ন দেখা এবং জলবায়ু ন্যায়ের পথে সচেতন প্রজন্ম তৈরি করাই আমাদের লক্ষ্য। আমি ‘ইকো অলিম্পিয়াড ২০২৫’-এর অংশ হতে পেরে গর্বিত ও অনুপ্রাণিত। ”ইকো অলিম্পিয়াড ২০২৫ মূলত দেশের বিভিন্ন জেলার স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ের তরুণদের পরিবেশবিষয়ক জ্ঞান, নেতৃত্ব, ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে কাজ করবে। আয়োজনের মাধ্যমে জলবায়ু সংকট, জীববৈচিত্র্য সংরক্ষণ, পুনর্ব্যবহারযোগ্যতা ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। শুধু দেশের গণ্ডিতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরিফুর রহমান শুভর অবদান প্রশংসিত হচ্ছে। সম্প্রতি তার সংগঠন Young Activists Summit 2024 Award অর্জন করেন বিশ্বের পাঁচটি নির্বাচিত সংগঠনের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন। এই অর্জন দেশের তরুণ সমাজের জন্য যেমন গর্বের, তেমনি এটি প্রমাণ করে যে, বাংলাদেশের যুব নেতৃত্ব বিশ্বপর্যায়ে সম্মানিত হচ্ছে। ইকো অলিম্পিয়াড ২০২৫ আয়োজনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে দেশের তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আয়োজকরা আশাবাদী। এমন একটি সময়োপযোগী উদ্যোগে শুভ’র মতো একজন অভিজ্ঞ ও প্রেরণাদায়ী নেতার সম্পৃক্ততা আয়োজনটিকে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করে তুলবে নিঃসন্দেহে।
Leave a Reply