গত ১৭ ও ১৮ মে ২০২৫ ইত্তেহাদ নিউজ , দৈনিক বাংলা ভূমি, দৈনিক বাংলার বনে, বিএন নিউজ সহ বিভিন্ন অনলাইন সংস্করণ ও ইউটিউব চ্যানেলে ” বরিশাল বাস মালিক সমিতির নথুল্লাবাদ অফিস যেন একটি টর্চার সেল ” ” বরিশালে আয়না ঘরের সন্ধান লাভ ” ” বরিশালে কেন্দ্রীয় বাস মালিক সমিতি টর্চার সেল ” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং যা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা তথ্য, বিভ্রান্তকর । আমাদের মনে হয়েছে কাল্পনিক সংবাদটি উদ্দেশ্য প্রণীত হয়ে করা হয়েছে । সংবাদের তথ্যের কোন অনুসন্ধান, যাচাই বাছাই কিংবা কারো কোন বক্তব্য নেয়া হয়নি। । বর্তমান প্রেক্ষাপটে বরিশাল কেন্দ্রীয় বাস মালিক গ্রুপ সম্পূর্ণ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিয়ম শৃঙ্খলা বজায় রেখে পরিচালিত হয়ে আসছে । তাই সব ধরনের অস্বস্তিদায়ক, বিভ্রান্তকর সংবাদের তীব্র প্রতিবাদ এবং ভবিষ্যতে সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি ।
Leave a Reply