বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক সুন্দরবন, অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকায় ‘শেবাচিম হাসপাতালে দালাল সিন্ডিকেট গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়। যা আদৌ সত্য নয়। মুলত এক শ্রেনীর অসাধু মহল স্বার্থ হাসিলে এমন অপ-তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস সহায়ক পদে রয়েছি। পাশাপাশি অধিকার আদায়ে চতুর্থ শ্রেণির কর্মচারী সংগঠনের স্বার্থ রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছি । ইতিপুর্বে সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে একাধিক কর্মচারী বিভিন্ন মাধ্যমে আর্থিকসহ অবৈধ সব ফায়দা লুটে। যা ৫ আগষ্টের পর রুখে দেয়া হয়। এছাড়া ঐ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত বনভোজনেও বাধা প্রদান করে কতিপয়রা। তবুও সফলভাবে সেই কর্মসূচি সম্পন্ন হওয়া ও সংগঠনকে বৈধ পহ্নায় পরিচালনা করায় আমাকে রুখতেই নানাবিধ অপ-তৎপরতা চালিয়ে যাচ্ছে ঐ মহলটি। আমার স্ত্রী শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। তার পরীক্ষায় নীরিক্ষা করাতে সম্প্রতি কয়েকটি ডায়াগনস্টিকে ছুটছিলাম। এসময় দালাল বলে কতিপয়দের রোষাণলে পড়ি আমি। আমাকে পুর্বপরিকল্পিতভাবে ফাঁসাতে ডায়াগনস্টিকের ‘দালাল’ বলে আখ্যায়িত করে বিভিন্ন মহলে তথ্য উপস্থাপন করে নানাবিধ অপকৌশল চালিয়ে যাচ্ছে অসাধু ঐ মহলটি। যার ধরূন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় করে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপিত হয়। স্বার্থান্বেষী ঐ মহলটি প্রতিবেদকদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদন্তে
শাহাদাত হোসেন শান্ত
অফিস সহায়ক
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল
Leave a Reply