অনলাইন ডেস্ক
বরিশালে জমি বিরোধের জের ধরে দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (১৪ মার্চ) নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ লালাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জামাল গাজী ও তার ছেলে জিহাদ গাজী।
হামলার ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন আত্নীয় ইসাহাক গাজীর ছেলে খোকন গাজী।
আসামীরা হলেন, ঐ এলাকার আজিজ খান, শাহজাহান খান, রবিউল খান, মামুন খান, রনি, ইউনুস খান ওরফে মন্টু খান সহ অজ্ঞাত আরও ৪/৫ জন।
অভিযোগে খোকন গাজী জানানা , আসামীরা আমাদের আত্মীয়স্বজন । আমার বাবা আমার নানার নামে বেনামা দলিল করে দেওয়ার কিছু দিনের মধ্যেই নানা মৃত্যুবরন করেন। পরবর্তীতে আমার মাসহ দুই খালা ও একমামা জমি ফেরৎ দেয়। বাকী তিন মামা আমাদের সম্পত্তি ফেরৎ না দিয়ে উক্ত সম্পত্তি বিক্রয় করার পায়তারা করছে । আসামীরা আমার মায়ের ওয়ারিশ সম্পত্তি বুঝিয়ে না দিয়ে তারা জোরপূর্বক আমার মায়ের ওয়ারিস সম্পত্তিতে ঘর উত্তোলন শুরু কবি।
তিনি আরও জানান, এ ঘটনায় আমার ভাই জামাল গাজী ও আমার ভাইয়ের ছেলে মো. জিহাদ গাজী সকাল ১১ টার দিকে লালা দিঘীর পূর্ব পাড় বিবাদীদের বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাতায়াতকালে পুর্বপরিকল্পিতভাবে এলোপাতাড়িভাবে মারধর করে। এছাড়া ধারালো বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে জামাল গাজীর মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।৷ এসময় তারা একটি সোনার চেইনসহ নগদ টাকাও ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে স্থানীয় কতিপয় লোকজন ছুটে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে হামলার ঘটনায় জামাল গাজীকে গুরুত্বর আহতবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন আহতের ভাই খোকন গাজী।
এদিকে হামলায় অভিযুক্তদের মধ্যে রনি আওয়ামী লীগের অনুসারী বলে জানা গেছে। তারা বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। জুলাই ও আগস্ট মাসের ছাত্র-জনতার ওপর হামলার নামধারী আসামীও তিনি। খোকন গাজী জানান, আসামী হওয়া সত্ত্বেও বেপরোয়াভাবে জমি দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছে রনি। তাকেও গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন খোকন গাজী।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply