নিজস্ব প্রতিবেদক // বিআরটিএ পিরোজপুর সার্কেল অফিসের আয়োজনে পেশাদার গাড়ি চালকদের নিয়ে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১ই মার্চ রোজ মঙ্গলবার বেলা ১১টায় সহকারী পরিচালক বিআরটিএ এসএম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দক্ষতাবৃদ্ধি মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রায় ১০০ জন পেশাদার গাড়ি চালক নিয়ে আয়োজিত সচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা পুলিশের টিআই প্রশাসন, বিআরটিএ লাইসেন্স পরিদর্শকসহ অন্যান্যরা।
সরকারি নির্দেশে বিআরটিএ আরও জনবান্ধব হয়েছে উল্লেখ করে প্রধান অতিথি মো: জিয়াউর রহমান বলেন,দেশ ও জাতির উন্নয়নে পেশাদার গাড়ি চালকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি।
একটা গাড়িতে অনেক যাত্রী থাকে আবার পণ্যবাহী গাড়িতে অনেক টাকার পণ্য থাকে। সুতরাং যান এবং মাল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়ার দ্বায়িত্ব থাকে চালকদের কাছে।
তিনি আরও বলেন দেশের সকল পেশাদার চালক দক্ষ ও প্রশিক্ষিত হলে যান মালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply