অনলাইন ডেস্ক
বরিশালে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের যাত্রবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ময়না (৪০), তার ছেলে কাওছার (২৬) , শ্রাবনী (২০) ও জালাল খান। হামলার ঘটনায় মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ময়না বেগম। অভিযুক্তরা হলেন- একই এলাকার প্রতিবেশী আয়নাল, স্ত্রী লাকি ও মেয়ে মিম। ভুক্তভোগী ময়না জানান, বৃহস্পতিবার সকালে আমাদের ধানক্ষেতের জালে পেঁচিয়ে আয়নালের একটি হাঁস মারা যায়। এ ঘটনায় তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়। এতে উভয়পক্ষের মধ্য বাক-বিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে আমাদের দা’ও দিয়ে কুপিয়ে জখমের জন্য উদ্যত হয় আয়নাল ও তার পরিবার। এসময় তারা আমার কাপড় ছিড়ে ফেলাসহ শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এসময় আমার ছেলের বউ শ্রাবনী উদ্বারে এগিয়ে আসলে তাকে চর-থাপ্পড় দিয়ে তার গলায় থাকা চেইন ছিনিয়ে নেয় লাকি ও মিম। এছাড়া আমার স্বামীকেও কয়েকবার ধাক্কা দেয়।
ময়না জানান, লাকি ইউনিয়ন যুব মহিলা লীগ নেত্রী। আওয়ামী লীগের অনুসারী তারা পুরো পরিবার। ইতিপুর্বে তিনি সংরক্ষিত ইউপি সদস্য পদেও নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান খোকনের অনুসারী ছিলেন। আওয়ামী লীগের পতন হলেও তারা এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে যাচ্ছেন। তারা বিভিন্ন সময়ে তুচ্ছ ঘটনায় আমাদের হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এবিষয়ে অভিযুক্ত লাকি জানান, উভয়ের মধ্য তর্ক বিতর্ক হয়েছে। তবে কোন মারামারি হয়নি। আর আমরা কোন চেইন নেইনি। আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ দিচ্ছে।
এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির সিকদার জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply