অনলাইন ডেস্ক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি রেকর্ডের নামে প্রতারণা ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ ওঠেছে দুইজনের বিরুদ্ধে। উপজেলার গারুড়িয়া ইউনয়নের ভান্ডারিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী ইউনিয়নের মৃত নুর হোসাইন খানের ছেলে কাওসার খান। তিনি বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকায় স্টাফ রিপোর্টার পদে কর্মরত রয়েছেন। প্রতিপক্ষের হুমকির পর ভুক্তভোগী সাংবাদিক কাওসার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
অভিযুক্তরা হলো- ইউনিয়নের মৃত খালেক হাওলাদারের দুই ছেলে জাফর হাওলাদার, জাকির হাওলাদার ও তার স্ত্রী শাহানাজ বেগম।
ভুক্তভোগী সাংবাদিক কাওসার অভিযোগে জানান, ভান্ডারীকাঠি মৌজার জে.এল ৬৭ এস.এ খতিয়ান নং- ১৬, হাল দাগ ৬২২/৬২৩/৬২৪/৬২৫ মোট ১.২০ একর জমি আমার নামে রেকর্ড ছিলনা।
এরই প্রেক্ষিতে একই এলাকার জাফর ও জাকির দুই ভাই রেকর্ড করিয়ে দেয়ার কথা বলে ৪ লাখ টাকা চুক্তি করে আমার বাবার কাছ থেকে মৌখিক চুক্তিতে ৩ লাখ ১০ হাজার টাকা নেয়। একইসাথে জমির সব কাগজপত্র নিয়ে যায়। এরপর দীর্ঘ বছর পেরিয়ে গেলেও তারা আমার নামে জমি রেকর্ড করে দিতে না পারায় আমি একাধিকবার তাদের অবহিত করলে টালবাহানা শুরু করে। একপর্যায়ে আমি জানতে পারি তারা উভয়ে আমার জমি তাদের বাবার নামে রেকর্ড করিয়ে নিয়েছেন। তিনি জানান, জাকির ও জাফরের জালিয়াতির আমরা জানতে পারলে আমার বাবা হার্ট এট্যাকে মারা যায়। বিষয়টি নিয়ে গত ২২/০১/২২ তারিখে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটি অভিযোগ দায়ের করি। কিন্ত অদ্যবধি কোন জবাব কিংবা সুরাহা করেনি তারা।
একইসাথে সেই থেকেই আমাকে মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরণের হুমকি-ধামকি প্রদর্শন করে অভিযুক্ত জাফর ও জাকির।
কাওসার জানান, দুই ভাইয়ের জাল-জালিয়াতির ঘটনায় আমার জমি ও টাকা ফেরত পেতে উভয়কে গত ২৬/০১/২৫ তারিখে একটি আইনী নোটিশ প্রেরণ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাণ-নাশের হুমকি প্রদান করে আসছে। এ নিয়ে আমি থানায় সাধারণ ডায়েরীও করেছি। অভিযুক্তরা আমার সাথে জালিয়াতি করে এখন জমি দখল ও অর্থ আত্নসাতে আমাকে খুনের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই আহসান জানান, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ প্রতিবেদন দাখিল করা হবে।
Leave a Reply