1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উপজেলা নির্বাচনঃ মুলাদীতে চেয়ারম্যান পদে মানুষের আস্থা ‘তরিকুল হাসান খান মিঠু’ ঝালকাঠি উপজেলা নির্বাচন/ সহিংস নির্বাচনী পরিবেশ , নিরাপত্তাহীনতায় চেয়ারম্যান প্রার্থী কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে জেলেকে কুপিয়ে জখমের অভিযোগ বাকেরগঞ্জে চেয়ারম্যান বাবুকে ফাঁসানোর অপচেষ্টা ! ঝালকাঠিতে আন্ত:জেলা চোর চক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে নানা আয়োজনের মধ্য দিয়ে কারিগরি শিক্ষা সপ্তাহ পালিত জনসেবায় নির্বাচনে অংশ নিয়েছি- ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল উপজেলা নির্বাচন/ জনপ্রতিনিধি নয়, জনসেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই- রাজিব ব্র্যাকের সহযোগীতায় নিরাপদে বিদেশ যাচ্ছে মানুষ , ফেরতরা পাচ্ছেন সহায়তা বাকেরগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে রাজিব তালুকদারকে চায় উপজেলাবাসী

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে নানা আয়োজনের মধ্য দিয়ে কারিগরি শিক্ষা সপ্তাহ পালিত

  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে টানা ৪ দিন নানা কর্মসূচি সম্পন্নের মধ্য দিয়ে  কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।  

গত রবিবার (২৮ এপ্রিল) নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়।  শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো: জুলফিকার আলী হায়দার। এরপর  বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর রোড, কালীবাড়ি রোড, মল্লিক রোড ও বটতলা মোড় হয়ে আলেকান্দা পলিটেকনিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। এরপর ‘ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন। এছাড়া একই দিন সকাল ১১ টায় পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা।

এসময় অধ্যক্ষ রুহুল আমিন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অভিভাবকদের প্রতি সন্তানদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপাধ্যক্ষ বাবু সাহা, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী পবিত্র কুমার হালদার প্রমুখ।

দুপুরে ইনস্টিটিউটের ল্যাব ও ওয়ার্কশপের পরিদর্শন করা হয়। 

পরদিন সোমবার ইনস্টিটিউটের আয়োজনে সকাল ১১ টায় জবকেয়ারের উদ্বোধন করা হয়। অধ্যক্ষ’র সভাপতিত্বে ইনস্টিটিউটের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম আজাদ রহমান। 

দিনব্যাপি কর্মসূচিতে ২১ প্রতিষ্ঠানের স্টল দেয়া হয়। এর মধ্যে ১৩ টি প্রতিষ্ঠান তাৎক্ষনিক অর্ধশত কারিগরি শিক্ষার্থীদের চাকুরির নিয়োগ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য আবেদনকারিদেরও পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা দিবেও বলে জানা গেছে। 

এদিকে মঙ্গলবার ইনস্টিটিউটের আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ‘TVET  Strategies For Smart Bangladesh” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রকৌশলী ড.মো: রুহুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: শওকত আলী।

সেমিনারে বরিশাল জেলার সরকারি- বেসরকারি বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,  সব দপ্তর, প্রতিষ্ঠান প্রধান ও শিল্প কলকারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে একইদিনে দুপুরে ইনস্টিটিউটের সাথে শিল্প কলকারখানার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহের সমাপনী দিনে গত বৃহস্পতিবার সকালে (২ মে) শিক্ষার্থীদের নিয়ে দক্ষতা প্রতিযোগিতা সম্পন্ন হয়।

এদিন বিকেলে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান,  পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কারিগরি ও শিক্ষা সপ্তাহের সমাপনী ঘোষণা করা হয়। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ