স্টাফ রিপোর্টার
প্রথম দ্বফায় অবরোধের শেষ দিনে বরিশালে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের রুপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাংচুর করা হয় বাস ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা আন্তঃমহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয়।
এদিকে ঐ স্থানে অবরোধের নামে ভাংচুর করার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে সিকদার পরিবহন নামের বরিশালগামী একটি বাস অবরোধকারীদের থেকে কিছুটা দূরে যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। সামনে থাকা বরিশালগামী সুপার স্টার নামের আরেকটি বাস ও অপরদিকে বিপরীতমুখীতে থাকা একটি ট্রাকে বিএনপি নেতাকর্মীরা ঢিল ছুড়ে ভাঙচুর করছেন। স্থানীয় ও কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, সিকদার পরিবহন নামের বাসটির স্বত্তাধীকারি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয়া মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের। তারা আরও জানান, কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসুচীর আওতায় ছিল বাস-ট্রেন ও লঞ্চ। এক্ষেত্রে মালিক সমিতি চালু রাখলেও বিএনপির একজন নেতা হয়েও তার বাসটি অবরোধেও কিভাবে চালু থাকে সে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবী বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে তার বাস সচল রয়েছে এটা দুঃখজনক। এ বিষয়ে জানতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের মুঠোফোনে একাধিকবার সংযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা আটক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, অবরোধ কর্মসূচির শুরু থেকে বুধবার পর্যন্ত সাবেক দুই এমপিসহ বিএনপির মোট ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Leave a Reply