নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীতে ৬ বছরের এক শিশুকে গণধর্ষণ ঘটনার অন্যতম আসামি আমির সরদারকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সকালে পাবনার সাঁথিয়া উপজেলার তলট গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আমির সরদার বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামে বাসিন্দা। র্যাব-১২, সিপিসি-২ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, সম্প্রতি গৌরনদীতে এক প্রতিবন্ধী বাবার ৬ বছরের শিশু নির্মমভাবে গণধর্ষণের শিকার হয়। গৌরনদী থানায় এ ব্যাপারে ২৫ জুলাই মামলা হয়।
এরপর থেকেই আমির সরদার বরিশাল থেকে পালিয়ে পাবনার সাঁথিয়ায় চলে আসেন। ঐ শিশু গণধর্ষণের ঘটনার অপর দুই আসামিকে এর আগে র্যাব-৮ গ্রেফতার করেছে।
র্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতারকৃত আসামিকে বরিশালে গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply