জেলা প্রতিনিধি, ঝালকাঠি // ঝালকাঠি জেলা কারাগারের ডাকাতি মামলার এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮ টায় ঝালকাঠি সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত হাজতির নাম রফিকুল ইসলাম বিপ্লব(৪৭)। তিনি ফরিদপুর জেলার ভাঙা উপজেলার মৌলভভাঙা এলাকার মৃত নুর ইসলাম বেপারীর ছেলে। জেলার মো. আক্তার হেসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার মো. আক্তার হেসেন বলেন, ডাকাতি মামলার আসামী রফিকুল ইসলাম বিপ্লব ডাকাতি মামলায় গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে আসেন। আজ সকালে হঠাৎ তার বুকে ব্যথা উঠলে কারাগারে প্রাথমিক চিকিৎসা দিলে অবস্থা উন্নতি না হওয়ায় তাকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply