বিশ্বে গত বছর ৮৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৫ মে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর মধ্যে ইরান, সৌদি আরব ও মিশরে ৯০ শতাংশ দণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া ওই প্রতিবেদনে চীনের মৃত্যুদণ্ডের হিসাবও নেওয়া হয়নি- দেশটিতে প্রতিবছর বহু মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে।
অ্যামনেস্টি জানিয়েছে, গত বছর ২০টি দেশে ৮৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০২১ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি। -বিবিসি
Leave a Reply