বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আজিজ-রেজিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ দোকানে ঈদ বস্ত্র, মাংস, সেমাই, চিনি বিক্রি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম।
ঈদের আগে মাত্র ১০টাকায় পছন্দমত শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, গরুর মাংস, সেমাই, চিনি, নুডলস কিনতে পেরে বেশ খুশি এসব মানুষরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম জানান, অনেক গরীব মানুষ রয়েছেন যারা টাকার অভাবে ঈদে কোন জামা-কাপড় কিনতে পারেননা। তাদের পছন্দের জায়গা ও আত্মসম্মানের কথা ভেবে মাত্র ১০টাকা দিয়ে এসব বিক্রি করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশা তার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক এসএম কায়কোবাদ, ইলিয়াস হোসেন ও শিক্ষাবিদ আবু রোজ চৌধুরী।
Leave a Reply