টপ অর্ডার নিয়ে এক মধুর সমস্যায় কলকাতা। গত তিন ম্যাচে ওপেনিংয়ে খেলা রাহমানউল্লাহ গুরবাজ ভালোই ফর্মে আছেন। একই পজিশনে খেলে থাকেন অন্য দুই বিদেশি জেসন রয় ও লিটন দাসও। তাই কাকে বসিয়ে কাকে খেলাবে সেটি নিয়ে একটি সমস্যায়ই পড়েছে কলকাতা বোর্ড। যদিও শেষ পর্যন্ত গুরবাজকে খেলানোর সম্ভাবনাই বেশি।
গুরবাজ বা লিটন যেই খেলুক তার ওপেনিং সঙ্গী হতে পারেন নারায়ণ জগদীশন। তিনে খেলাতে পারে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ভেঙ্কটেশ আইয়ার। চারে অধিনায়ক নীতিশ রানার জায়গা একপ্রকার নিশ্চিত। যে ফর্মে আছেন তাতে পাঁচে রিংকু সিংয়ের জায়গা নিয়েও কোনো প্রশ্ন নেই। রিংকুর পরের জায়গায় খেলতে পারেন আন্দ্রে রাসেল। যদিও এখনও পর্যন্ত বল করেননি রাসেল, ব্যাটেও নেই রান।
তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে অবশ্যই দলে থাকবেন স্পিনার সুনীল নারাইন। তাছাড়া ব্যাট হাতেও বেশ কার্যকর তিনি। নারাইন ছাড়া দলের অন্য স্পিনার হতে পারেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী। পেস আক্রমণে থাকতে পারেন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন এবং উমেশ যাদব। তাছাড়া ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সুয়োশ শর্মার থাকার সম্ভাবনা বেশি।
Leave a Reply