২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় মালাইকা অরোরার। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন সেই পরিস্থিতি বদলেছে। এখন আর কোনো লুকোচুরি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন-মালাইকা।
দুজনের বয়সের কারণে কখনো সমস্যা দেখা দেয় কিনা- এমন প্রশ্নের জবাবে মালাইকা বলেন, ‘অর্জুনের সঙ্গে নিজেকে আরও তরুণী মনে হয় আমার। যদিও ওর বয়স কম, তা সত্ত্বেও খুব কম মানুষই ওর মতো আমাকে বুঝতে পারে।’
অর্জুনের সঙ্গেই জীবন কাটাতে চান তিনি। এ কথা জানেন অর্জুনও। বিয়ে নিয়ে এই মুহূর্তে না ভাবলেও দুজনে একসঙ্গে থাকার পরিকল্পনা করে ফেলেছেন। আর এখন, একসঙ্গে ভালো থাকাতেই মন মালাইকার।
এতদিন প্রেম করলেও গাঁটছড়া বাঁধবেন কবে, তা নিয়ে মুখ খোলেননি কেউ। একাধিকবার এই প্রশ্নের মুখে পড়েছেন দুই তারকাই। তবে এবার এক অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তরও দিলেন মালাইকা। অভিনেত্রী বলেন, ‘আমরা এখন প্রি-হানিমুন পর্যায়ে রয়েছি। প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা দুজনেই যথেষ্ট অভিজ্ঞ। দুজনে এটা নিয়ে সহমত যে, একে অপরের সঙ্গে জীবন কাটাতে চাই। বিয়ে নিয়ে আমরা নিজেদের মধ্যে মজা করলেও, তা নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনাও করেছি। তবে এখনই সবটা বলে দিতে চাই না আমরা।’
প্রসঙ্গত, সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। তবে পরিস্থিতি বদলেছে। এখন আর কোনো লুকোচুরি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
Leave a Reply