1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ক্ষমা চাইলেন এরদোয়ান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন লক্ষাধিক। এখনো ঘরছাড়া লাখ লাখ মানুষ। হাজার হাজার ধসে যাওয়া ভবনের নিচে অনেকে আটকা থাকলেও তাদের প্রাণে বেঁচে থাকার কোনও সম্ভাবনা আর নেই। ক্ষতিগ্রস্ত লোকদের ঠিকমত্র ত্রাণ দেওয়া হচ্ছে না বলে এরই মধ্যে অভিযোগ উঠেছে।

এই নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার ত্রাণ সরবরাহ কার্যক্রম ধীরগতি হওয়ার জন্য ক্ষমা চাইছেন। খবর পলিটিকোর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আদিয়ামান সফরে যান এরদোয়ান। সেখানে তিনি বলেছেন, ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব, খারাপ আবহাওয়া, সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামোয় সৃষ্ট অসুবিধার কারণে প্রথম কয়েক দিনে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারিনি।

এরদোয়ান বলেন, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের কারণে দেশটিতে আরও কয়েকদফায় ভূমিকম্প হয়েছে। বিধ্বংসী এই ভূমিকম্পের এরদোয়ানের ওপর চাপ বেড়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এরদোয়ানের নেওয়া পদক্ষেপ কী হতাহতের সংখ্যা কমাতে পারতো না। এছাড়া ভূমিকম্পের পর ধীর গতির উদ্ধার অভিযান নিয়েও এরদোয়ানকে নিয়ে সমালোচনা শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ