এই নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল সোমবার ত্রাণ সরবরাহ কার্যক্রম ধীরগতি হওয়ার জন্য ক্ষমা চাইছেন। খবর পলিটিকোর।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আদিয়ামান সফরে যান এরদোয়ান। সেখানে তিনি বলেছেন, ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব, খারাপ আবহাওয়া, সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামোয় সৃষ্ট অসুবিধার কারণে প্রথম কয়েক দিনে আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারিনি।
এরদোয়ান বলেন, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। দেশটিতে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের কারণে দেশটিতে আরও কয়েকদফায় ভূমিকম্প হয়েছে। বিধ্বংসী এই ভূমিকম্পের এরদোয়ানের ওপর চাপ বেড়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, এরদোয়ানের নেওয়া পদক্ষেপ কী হতাহতের সংখ্যা কমাতে পারতো না। এছাড়া ভূমিকম্পের পর ধীর গতির উদ্ধার অভিযান নিয়েও এরদোয়ানকে নিয়ে সমালোচনা শুরু হয়।
Leave a Reply