বৃহস্পতিবার হবিগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন অভিযুক্ত।
এরপর আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নির্যাতিত কিশোরী হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে।
বৃহস্পতিবার কিশোরীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। ওইদিনই স্থানীয়রা মুয়াজ্জিনকে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, ধর্ষণে অভিযুক্ত আব্দুল আহাদ নিজের অপরাধ স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী জানান, সপ্তম শ্রেণির ওই ছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তাকে জবানবন্দি প্রদানের জন্য আদালতে পাঠানো হবে। মেডিকেল রিপোর্ট এলে ধর্ষণের অভিযোগ সম্পর্কে জানা যাবে।
Leave a Reply