1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মামলা হওয়ার পরেও ধরা-ছোয়ার বাহিরে শেখর পরিবারের উদ্যোগে প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরনের দশম মৃত্যুবার্ষিকী পালিত মানবিক কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগ, সাড়ে ৪ হাজার মানুষকে ঈদ উপহার বিতরণ হিজলায় পুলিশ সদস্যদের ওপর মৎস্য অধিদপ্তরের অতর্কিত হামলা সুলভ মুল্যে ইফতার বুকিং নিচ্ছে ‘লবস্টার রেস্ট্রুরেন্ট ও কনভেনশন হল’  সুলভ মুল্যে মানসম্পন্ন ইফতার বিক্রি করছে ‘খাবার বাড়ি সুইটস এন্ড রেস্ট্রুরেন্ট’ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাল্যায়েন্স (বিএমটিএ) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বরিশালে পুর্ব শত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ, শেবাচিমে ভর্তি বসিক উপ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মো: রাশিক হাওলাদার চরকাউয়া খেয়াঘাটে অপ্রতিরোধ্য জুয়ার আসর !

বরিশাল বিভাগের নূরানী শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

  • প্রকাশিত : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগীয় কার্যালয়ে নূরানী মুয়াল্লিম প্রশিক্ষন কেন্দ্রে ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন নজরুল।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথমার্ধে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আঃ কাদের হোসনাবাদী । এসময় পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশের উদ্বোধন করেন নগরীর বাজার রোডস্থ জামিয়া আরাবিয়া খাজা মইনুদ্দিন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম। উদ্বোধনের পরই ফলাফল অনলাইন (nooraniboardbsl.org) সাইটে উন্মুক্ত করা হয়।

জানাযায়, নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের ২০২২ সালে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ২শত ৫৯ জন শিক্ষার্থী। এতে বিভাগের ৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ২৮৮টি নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এবারে বিভাগে পরীক্ষার ফলাফলে পাশের হার ৯৬ শতাংশ।

এর আগে ২০২১ সালে পাশের হার ছিল ৮৫ শতাংশ। অর্থাৎ পাশের হার বেড়েছে ১১ শতাংশ। এদিকে বিভাগের নূরানী মাদ্রাসার মধ্যে এবারেও প্রথম স্থান অধিকার করেছে তাজকাঠি নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে ২১ জন নুরানী শিক্ষার্থী অংশ নিয়ে ১৮ জন এপ্লাস (৫.০০) প্রাপ্ত হয়ে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রফিউদ্দিন নজরুল জানান, নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগের তৃতীয় শ্রেণীর সমাপনী পরীক্ষার প্রকাশিত ফলাফল সন্তোষজনক হয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। অভিভাবক, শিক্ষকসহ দায়িত্বরত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি। পাশাপাশি আগামী বছরেও অধিক সংখ্যক শিক্ষার্থী নূরানী পরীক্ষায় অংশ নিয়ে ভাল ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অন্যান্য অভিভাবকদের প্রতিও নূরানী শিক্ষায় শিশুদের অন্তর্ভুক্তকরণের আহবান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, হাফেজ মাওলানা সাইদুল ইসলাম , মাষ্টার রেদওয়ান, হাফেজ আবুল বাশার , মাওলানা কামরুল ইসলাম ও হাজ্বী আব্দুল গণী নুরানী ও হিফজুল কুরআন মাদ্রাসার মুহতামিম আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।

দ্বিতীয়ার্ধে উত্তীর্ণ শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

উল্লেখ্য, নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ বরিশাল বিভাগে তৃতীয় শ্রেণীর সমাপনী পরিক্ষা-২০২২ সালের গত ৩ ডিসেম্বর শুরু হয়ে সমাপ্ত হয় ৮ই ডিসেম্বর। পরীক্ষা চলাকালীন বরিশাল নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল কাদের হোসনাবাদি ও পরীক্ষা নিয়ন্ত্রক আলহাজ্ব মাওলানা রফিউদ্দিন নজরুলসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ