নিজস্ব প্রতিবেদক // বরিশালে জমি বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ লালা দীঘির পাড় এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক খানের ছেলে ভুক্তভুগী আবু সালেক কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন। সেখানে উল্লেখ করা হয়, নগরীর ২৪ নং ওয়ার্ডস্থ মৃত আব্দুল মালেক খানের ছেলে আবু সালেক এর সাথে দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত আব্দুল বারেক খানের ছেলে সোহেল খানের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।
এনিয়ে বিভিন্ন সময় সালেক ও তার পরিবারের সাথে তুচ্ছ ঘটনায় বিবাদে জড়ানোসহ খুন-জখমের হুমকি প্রদান করে আসছিল তার চাচাতো ভাই সোহেল ও তার বাহীনি। এরই ধারাবাহিকতায় গত ১৪/১২/২২ তারিখে সালেক তার জমিতে বালু দিয়ে ভরাট করছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে সোহেল ও তার সহযোগী একরাম, নুপুর, রহিমাসহ অজ্ঞাত আরও ২/৩ জন মিলে অতর্কিতভাবে সালেকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় সোহেল লোহার রড দিয়ে আঘাত করলে সালেকের নাকের হাড় ফেটে যায় ও দাত ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। এছাড়া অন্য আসামীরা সালেকের শরীরের বিভিন্ন অংশে বেধরক পিটিয়ে গুরুত্বর জখম করে।
এসময় তার সাথে থাকা ২৫’শ টাকা ছিনতাই ও তার পরিহিত পাঞ্জাবিও ছিড়ে ফেলে। সালেকের ডাক চিৎকারে স্থানীয়রা ছূটে আসলে আসামীরা সালেককে খুনের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে সালেকের অবস্থা গুরুত্বর হওয়ায় দ্রুত স্থানীয়রা তাকে উদ্বার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যার রেজি নং- ৭৪১৮৮/ ৩৪৫। বর্তমানে ভুক্তভুগী সালেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতায়ালী মডেল থানার এস আই জিয়াদ জানান, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply