জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা রবিন স্মিথ জানান, বিস্ফোরণের পর দ্বীপের রাজধানী সেইন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছে অবস্থিত একটি তিনতলা ভবন পুরোপুরি ধসে পড়েছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এখন দুঃখের সঙ্গে জানাচ্ছি, তিনজন নিহত হয়েছেন। স্মিথ আরও বলেন, বিস্ফোরণটি ৪টার কিছুক্ষণ আগে হয়েছে, আগুন নিভেছে। নিখোঁজদের সন্ধানে জরুরি বিভাগের কাজ রাতেও অব্যাহত থাকবে।
জার্জি পুলিশের প্রধান কর্মকর্তা আরও বলেন, বাসিন্দারা গ্যাসের গন্ধ পাওয়ায় শুক্রবার সন্ধ্যার দিকেই ওই ভবনে দমকল বিভাগের ডাক পড়েছিল। তবে এর সঙ্গে ভোরের আগে হওয়া বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে তদন্ত চলছে বলে জানান স্মিথ।
Leave a Reply