নিউ ইয়র্কের ইকোনোমিক ক্লাবে মিলি বলেন, এক লাখের বেশি রুশ সেনা নিহত এবং আহত হয়েছেন। ইউক্রেনের বাহিনীর ক্ষেত্রেও সম্ভাব্য এটি হয়েছে।
এদিকে গতকাল খেরসন শহর থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি রুশ বাহিনীর সবচেয়ে বড় পিছু হটা। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু শহরটি থেকে সেনাদের পিছু হটার নির্দেশ দেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। তবে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বাহিনীর তীব্র পাল্টা আক্রমণে বিভিন্ন অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী।
Leave a Reply