বৃহস্পতিবার রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনয়নের যাদবপুর গ্রামের মাসুদ রানা তালুকদারের স্ত্রী তানিয়া খাতুন, মান্নু তালুকদারের স্ত্রী লিমা খাতুন ও মহিষখোলা গ্রামের আছাদ শেখের ছেলে বাবর আলী।
তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ২৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর ইসলাম জানান, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন আইডি খুলে ও অনলাইনে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। তাদের কয়েকটি বিকাশ নম্বরের মাধ্যমে অন্তত ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply