ইনজুরির কারণে গত এশিয়া কাপ খেলতে না পারা পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি ভয়ঙ্করভাবেই ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পর পর দুই বলে দুটি উইকেট তুলে নিয়েছেন।
তবে বাঁহাতি এই পেসারের ইয়র্কারে হাসপাতালে যেতে হলো আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে। বুধবার প্রথম ব্যাট করতে নামা আফগানদের দুই ওপেনার গুরবাজ ও হজরতুল্লাহ জাজাইকে বিদায় করেন তিনি। তবে গুরবাজ আউট হওয়ার পরেই সমস্যা দেখা দেয়।
তারকা পেসার শাহীনের ইয়র্কার গুরবাজ়ের বাঁ পায়ে সজোরে আছড়ে পড়ে। আম্পায়ার তাঁকে আউট দেন। কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। বাঁ পা চেপে ধরে তিনি মাঠেই বসে পড়েন। গুরবাজের আঘাত পরীক্ষা করতে দলের চিকিৎসকরা ছুটে আসেন। তিনি হাঁটতেই পারছিলেন না। সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়।
Leave a Reply