যদিও সন্তানদের জন্মের পদ্ধতি নিয়ে প্রকাশ্যে এখনো কিছুই বলেননি দুজনে, কিন্তু সারোগেসির মাধ্যমেই যে মা হয়েছেন নয়নতারা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নেটপাড়া। কেননা বিয়ের পরেও পুরোদমে ছবির প্রচার সেরেছেন অভিনেত্রী, কিন্তু তার মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কোন লক্ষণই ধরা পড়েনি।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে টাকার বিনিময়ে গর্ভধারণ বা কমর্শিয়াল সারোগেসি। নির্দিষ্ট কিছু শর্তেই চিকিৎসা বিজ্ঞানের এই আর্শীবাদকে সন্তান লাভের রাস্তা হিসাবে বেছে নিতে পারবেন ভারতীয় দম্পতিরা। তবে নয়নতারা ও ভিগনেশ কবে এই প্রক্রিয়া শুরু করেছিলেন, সেই সম্পর্কিত সব দিক খতিয়ে দেখতে এবার তদন্ত চালাবে ‘ডিরেক্টরেট অফ মেডিক্যাল সার্ভিস’, বিষয়টি জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।
ভারতীয় সংবিধানের নিয়ম মেনে আদতেও সারোগেসি হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সরকারও। এ ব্যাপারে অবশেষে মুখ খুলেছেন ভিগনেশ। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে বুধবার ভিগনেশ লিখেছেন, ‘আপনারা সব জানতে পারবেন সঠিক সময়ে। একটু ধৈর্য ধরুন সকলে।’
মূলত গত বছরের ডিসেম্বরে সংসদে পাশ হয়, ‘দ্য সারোগেসি (রেগুলেশান) অ্যাক্ট, ২০২১’, যা কার্যকরী হয় ২০২২ সালের ২৫ জানুয়ারি থেকে। এই আইনের জেরে ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থের বিনিময়ে সারোগেসি। তবে সেই আইন কি মেনেছেন নয়নতারা ও ভিগনেশ, নাকি ভেঙ্গেছেন? সেটি খতিয়ে দেখতেই এখন ব্যস্ত তামিলনাড়ুর সরকার।
Leave a Reply