ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বল হয়েছে, প্রেমিকার সঙ্গে করবা চৌথের বাজারে গিয়েছিলেন ওই যুবক। একই জায়গায় কেনাকাটা করতে যার তার স্ত্রী ও শাশুড়ি। স্বামীকে অন্য মেয়ের সঙ্গে দেখে ক্ষেপে যান স্ত্রী। সেখানেই স্বামীকে মারধর করেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে- উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুবকের কলার ধরে মারা শুরু করেন স্ত্রী ও শাশুড়ি। তাদের সঙ্গে যোগ দেন আশপাশের বেশ কিছু মহিলা। এ সময় প্রেমিককে বাঁচাতে এগিয়ে আসেন প্রেমিকা। তাকেও মারধর করা হয়।
গাজিয়াবাদের কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় শান্তিভঙ্গের অভিযোগে থানায় নিয়ে দুপক্ষকে সতর্ক করা হয়।
বেশ কিছু দিন ধরেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ওই যুবকের। আলাদা থাকছিলেন দুজনে।
Leave a Reply