ডেক্স রিপোর্ট // হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে পাঁচ কেজি সোনারবার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।
বুধবার সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমে থাকা ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনারবার ছিলো। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Leave a Reply