মেহেন্দিগঞ্জ প্রতিনিধি // অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে যাওয়া মেহেন্দিগঞ্জের মানুষগুলো আজ জেগে উঠেছে। একটি মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ করতে আজকের মানববন্ধনের কর্মসূচিতে হাজার হাজার আ’লীগ নেতাকর্মী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। দীর্ঘদিন হামলা -মামলা, খুন,জখম, নির্যাতন, দলীয় নৌকা ডুবিয়েও থামাতে পারেনি প্রতিবাদ মুখর এসব মানুষদের।
যার যার অবস্থান থেকে তারা প্রতিবাদ করছে। মেহেন্দিগঞ্জের জনপ্রিয় কাউন্সিলর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল মোতালেব জাহাঙ্গীর ও সাবেক কাউন্সিলর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা মামলা দায়ের’র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিথ্যা মামলা দায়েরের জন্য স্থানীয় এমপি পংকজ নাথকে দায়ী করে তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে পাতারহাট বন্দরে। মূলত রাজনৈতিক প্রতিহিংসাবসত ষড়যন্ত্র করে দলীয় নেতাদের আসামি করা হয়েছে। ওই দুই নেতা কোনভাবে এই ঘটনার সাথে জড়িত নয়। বক্তারা আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতে জনপ্রিয় আওয়ামী লীগ নেতাদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এই মিথ্যাচার কখনো মেনে নেবোনা।
প্রশাসনের উপর অবৈধ হস্তক্ষেপ করে একের পর এক আ’লীগের নিবেদীত নেতাকর্মীদের হামলা-মামলা চালিয়ে যাচ্ছেন এমপি পংকজ নাথ। দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূর্চী পালিত হবে। মেহেন্দিগঞ্জে আওয়ামীলীগ নেতাদের উপর হামলা-মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বেড়ে চলেছে। আজ সকালে পাতারহাট বন্দরের তেমনি চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ জব্বার কানন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply