বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন কিছু শ্রমিক। এ সময় শ্রমিকদের আরেকটি পক্ষ তাদের বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। সেখানে ধারালো অস্ত্রের আঘাতে ছয় জন গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জীবন হোসেনকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত আক্তারকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেয়ার পথে মারা যান।
Leave a Reply