শুক্রবার সকালে নবগ্রাম ইউনিয়নের খলিফাবাড়ির মোড় থেকে হাসেম চৌকিদারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে ওই সড়কে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসী। এতে ওই এলাকার নারী-পুরুষ অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, স্থানীয় মাইনুল খলিফা, মোফাজ্জেল হওলাদার, নয়ন হাওলাদারসহ অনেকে।
বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষের যাতায়াত। চলছে ছোট ছোট যানবাহনও। কিন্তু বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় সবাইকে। জল-কাদায় ঘটে দুর্ঘটনাও। তাই আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়কটি পাকাকরণের জন্য দাবি জানানো হয় এ কর্মসূচি থেকে।
Leave a Reply