তিনি বলেন, ‘উপস্থাপনা করতে আমি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। সেই জায়গা থেকে বিভিন্ন কর্পোরেট শো-য়ের চেয়ে দেশের সশস্ত্র বাহিনীদের সঙ্গেই আমার বেশি অনুষ্ঠান করা হয়। তাদের অনুষ্ঠানে উপস্থাপনা করতে আমি একটু বেশি-ই ভালো লাগা বোধ করি কারণ তারা সময়ের ব্যাপারে খুবই সতর্ক এবং অনুষ্ঠানগুলো হয় খুবই গোছানো ও পরিপাটি। এছাড়াও তারা শিল্পীকে সম্মান করতে জানেন। আমি দীর্ঘ সময় ধরে সশস্ত্র বাহিনীদের সঙ্গে অনুষ্ঠান করছি, প্রতিবারই আমি এ বিষয়টি খেয়াল করেছি যেটা একজন শিল্পীর জন্য বেশ স্বাচ্ছন্দ্যের। সেই ধারবাহিকতায় আজকেও একটি সুন্দর সন্ধ্যা পার হবে বলেই আমার বিশ্বাস।’
ইসরাত পায়েল জানান, এখন তিনি উপস্থাপনা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এরমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন শো এবং এর বাইরে গেল নারী দিবসে আয়োজিত বিশেষ শিশু, পথশিশু ও তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য একটি বিশেষ শো উপস্থাপনা করেন।
আলোচিত মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েল ২০১০ সাল থেকেই উপস্থাপনা দিয়েই পরিচিতি পেতে শুরু করেন। এরপর ২০১৫ সালে ভারতের চান্ডিগারে ‘মিস হেরিটেজ ইন্টার ন্যাশনাল’ সুন্দরী প্রতিযোগিতার ৩য় আসরে ৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের হয়ে অংশ নেন পায়েল। দেখতে দেখতে ১২ বছরে পা রাখলো তার উপস্থাপনা ক্যারিয়ারের আর ‘মিস হেরিটেজ ইন্টার ন্যাশনাল’ ৭ এ।
Leave a Reply