মঙ্গলবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া ও সোনাখোলা গ্ৰামে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়। এ সময় পাঁচটি বাড়ি ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। আগুন ধরিয়ে দেয়া হয় দুইটি পাটকাঠির মাচায়।
এদিকে ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
Leave a Reply