রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারকে বাংলাদেশে কাজের পারমিট দেয়া হয়। যখন বুঝতে পারি- এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেয়ার বিষয়টি নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করে কর্তৃপক্ষ। পরে সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।
শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশে আসেন বলিউডের জনপ্রিয় তারকা সানি লিওনি। তিনি গানবাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজান্না মুন্নী দম্পতির মেয়ের বিয়েতে অংশ নেন।
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, সানিসহ অন্যান্য শিল্পীরা বাংলাদেশে ভ্রমণ ভিসায় এসেছেন। কোনো নিষেধাজ্ঞা কিংবা ভিসায় কোনো সমস্যা না থাকায় তাদের বিমানবন্দরে আটকানো হয়নি।
Leave a Reply