সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, ডিজিটাল পদ্ধতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ, উন্নয়ন, ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধসহ ক্ষতিগ্রস্থ ভোক্তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমানোর ক্ষমতা আমাদের নেই। ৯০ শতাংশ তেল আমরা ব্রাজিল থেকে আমদানি করি। দাম কমবে কি না তা তারাই বলতে পারবে।
বাণিজ্যমন্ত্রী জানান, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১০ শতাংশ কমে ভ্যাট ৫ শতাংশ হচ্ছে। উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। এবং ভোক্তা পর্যায়েও ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার হচ্ছে।
বাজারে পণ্যের যথেষ্ঠ পরিমাণ মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, যে পরিমাণ পণ্য মজুদ আছে তাতে আসছে রমজানে খাদ্যপণ্যের কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীরা যদি পণ্য মজুদ করে না রাখে।
Leave a Reply