বিগ বস ওটিটির মাধ্যমে জনপ্রিয়তা পায় উর্ফি। তবে ইদানীংকালে তিনি তার কাজের জন্য কম পোশাকের জন্যই জনপ্রিয়। এদিন উর্ফি একটি কালো রঙের স্কার্ট পরেছেন আর গলায় জড়িয়েছেন শিকল ও তালা। সেই শিকল দিয়েই বক্ষ যুগল ঢেকেছেন তিনি।
ছবি প্রকাশ্যে আসতেই ট্রোল হতে থাকেন উর্ফি। তাকে ট্রোল করে এক নেটিজেন লিখেছেন যে, কাপড় কী একেবারেই শেষ যে গা ঢাকার জন্য জুয়েলারি ব্যবহার করতে হচ্ছে।
এক নেটিজেন লিখেছেন, এর থেকে বাজে ড্রেসিং সেন্স কারোর দেখিনি। অন্য একজন লেখেন, আপনি যা পরেছেন সেটা পরে যদি কমফরটেবল না হন তাহলে সেটা ফ্যাশন নয়। সূত্র: জি নিউজ
Leave a Reply