অনলাইন ডেস্ক::
বগুড়ার ধুনটের প্রত্যন্ত অঞ্চলে মামিকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে হরলিক্স মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হরলিক্স মিয়া উপজেলার জোড়শিমুল গ্রামের তবু মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জোড়শিমুল গ্রামের এক ব্যবসায়ী স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় ব্যবসা-বাণিজ্য করেন। তিনি ভাগ্নে হরলিক্সের ফোনে বিকাশের মাধ্যমে বাড়িতে স্ত্রীর কাছে টাকা পাঠাতেন। হরলিক্স তার মামিকে বাজারসহ পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এক পর্যায়ে মামিকে কুপ্রস্তাব দেন। মামি রাজি না হওয়ায় ভাগ্নে হরলিক্স ক্ষুব্ধ হন।
সোমবার দিবাগত রাতে পার্শ্ববর্তী বাদশা মিয়ার বাড়িতে ‘হালকা জিকির’ অনুষ্ঠানে যান মামি। অনুষ্ঠান থেকে ফেরার পথে মামিকে কাপড় দিয়ে মুখ বেঁধে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে হরলিক্স। ভুক্তভোগী নারী কোনোরকমে মুখের কাপড় খুলে চিৎকার দিলে স্থানীয়রা হরলিক্সকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে রাতেই হরলিক্সের বিরুদ্ধে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ প্রতিবেদককে বলেন, হরলিক্স প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মামিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply