1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মামলা হওয়ার পরেও ধরা-ছোয়ার বাহিরে শেখর পরিবারের উদ্যোগে প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরনের দশম মৃত্যুবার্ষিকী পালিত মানবিক কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগ, সাড়ে ৪ হাজার মানুষকে ঈদ উপহার বিতরণ হিজলায় পুলিশ সদস্যদের ওপর মৎস্য অধিদপ্তরের অতর্কিত হামলা সুলভ মুল্যে ইফতার বুকিং নিচ্ছে ‘লবস্টার রেস্ট্রুরেন্ট ও কনভেনশন হল’  সুলভ মুল্যে মানসম্পন্ন ইফতার বিক্রি করছে ‘খাবার বাড়ি সুইটস এন্ড রেস্ট্রুরেন্ট’ বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাল্যায়েন্স (বিএমটিএ) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বরিশালে পুর্ব শত্রুতার জেরে ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ, শেবাচিমে ভর্তি বসিক উপ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মো: রাশিক হাওলাদার চরকাউয়া খেয়াঘাটে অপ্রতিরোধ্য জুয়ার আসর !

বরিশালে বর্ণিল আয়োজনে নিউজবাংলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ১৩৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব‌রিশাল রিপোর্টার্স ইউ‌নি‌টি‌র হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এনামুল হক, সরকা‌রি ব্রজমোহন কলেজের অধ‌্যক্ষ ড. গোলাম কিবরিয়া, ব‌রিশাল সি‌টি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন, অ‌তি‌রিক্ত জেলা ম্যাজিস্ট্রেট র‌কিবুর রহমান খানসহ অনেকে।

কেক কাটার আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অতিথিরা নিউজবাংলার সংবাদমানের প্রশংসা করে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ভারপ্রাপ্ত ক‌মিশনার এনামুল হক বলেন, ‘নিউজবাংলার কলম থেকে রক্ত নয়, মধু ছড়ানোর আহ্বান কর‌ছি। নিউজবাংলা জনকল্যাণে বস্তু‌নিষ্ঠতার সঙ্গে এক বছর যেভাবে অ‌তিবা‌হিত করেছে, সেভাবেই ধারা অব‌্যাহত রাখুক।’

ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিব‌রিয়া বলেন, ‘নিউজবাংলা সাহসিকতার সঙ্গে এক বছর পার করেছে। ব‌রিশালের দুঃসাহসী ঘটনা প্রকাশ করেছে। এই ধারা অব্যাহত রাখতে নিউজবাংলার প্রতি উদাত্ত আহ্বান থাকবে।’

ব‌রিশ‌াল সি‌টি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেন বলেন, ‘খুব অল্প সময়ে নিউজবাংলা পাঠকের মনে আলাদা জায়গা করে নিয়েছে।’

অ‌তি‌রিক্ত জেলা ম্যাজিস্ট্রেট র‌কিবুর রহমান খান বলেন, বহু সংবাদমাধ‌্যমের মধ্যে নিউজবাংলা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এক বছরেই।

ব‌রিশাল রিপোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি নজরুল বিশ্বাস বলেন, ‘একঝাঁক তরুণ সংবাদকর্মী বস্তু‌নিষ্ঠ সংবাদ প্রকাশ করে নিউজবাংলাকে সমৃদ্ধ করেছে। ব‌রিশালের অনেক ঘটনা যেখানে অন‌্যান‌্য সংবাদমাধ‌্যম এ‌ড়িয়ে গেছে, সেই সব ঘটনা নিউজবাংলা সাহ‌সিকতার সঙ্গে প্রকাশ করেছে।’

শহীদ আব্দুর রব সের‌নিয়াবাত ব‌রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ বলেন, ‘নিউজবাংলা বরিশালে সাহসী ভূ‌মিকা রেখেছে সব সময়।’

ন‌্যাশনাল ডেই‌লিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপ‌তি পুলক চ‌্যাটার্জী বলেন, ‘নিউজবাংলার সংবাদের মান অতুলনীয়। সব শ্রেণির পাঠক রয়েছে। বিশেষ করে, ডেপথ ও অনুসন্ধানী নিউজ সবারই নজর কেড়েছে।’

ব‌রিশাল টে‌লি‌ভিশন মি‌ডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুখ শা‌হিন বলেন, ‘সব খারাপের মধ্যেই বস্তু‌নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ‌্যমে নিউজবাংলা বেঁচে থাকবে হাজার বছর।’

সি‌নিয়র সাংবা‌দিক আ‌নিসুর রহমান খান স্বপন বলেন, ‘শুধু লিখিত কনটেন্ট নয়, ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার করে গণমাধ্যমে নতুন মাত্রা তৈরি করেছে নিউজবাংলা। এক‌টি নিউজ চ্যানেলে যে কাজ করতে না হয়, তার কয়েক গুণ বে‌শি কাজ করতে হয় ‌নিউজবাংলার কর্মীদের।’

সাংবা‌দিক ইউ‌নিয়ন বরিশালের সভাপ‌তি সাইফুর রহমান মিরণ বলেন, ‘নিউজবাংলার সাহ‌সিকতা ব‌্যাপক প্রশংসনীয়।’

আগত অতিথিবৃন্দ
আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিধান সরকার, সাংস্কৃ‌তিক সংগঠক শুভংকর চক্রবর্তী, নারী উদ্যোক্তা রেবেকা সুলতানা, ব‌রিশাল মহানগর বিএন‌পির সহসাধারণ সম্প‌াদক আনোয়ারুল হক তারিন, বাসদ জেলা সদস‌্যস‌চিব ডা. মনীষা চক্রবর্তী, ২০ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ব‌রিশাল জেলা বাসমা‌লিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় ক‌মি‌টির সাবেক সভাপ‌তি শা‌মিল শাহরোখ তমাল প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামা‌জিক, সাংস্কৃ‌তিক ও সাংবা‌দিক অঙ্গনের নেতারা।

কেক কাটার আগে নিউজবাংলাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ব‌রিশাল রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টসহ বেশ কয়েকটি সংগঠন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ