নিজস্ব প্রতিবেদক
বরিশালে দায়িত্ব পালনে অনড় অবস্থানে থেকে প্রশংসা কুড়াচ্ছেন স্বপন কুমার রোহান। তিনি সিটি কর্পোরেশনের আর আই শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব প্রাপ্তির পর থেকেই আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন স্বপন। আর এনিয়ে বেশ কয়েকবার কতিপয় অসাধু মহলে রোষানলেও পড়েছেন তিনি। তথাপি স্ব দায়িত্ব যথা নিয়মে পালনে অঙ্গীকারাবদ্ধ অবস্থানে থেকে নগরবাসীর সেবায় অকান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিরলস ছুটছেন।
জানা গেছে, স্বপন কুমার দীর্ঘদিন ধরে নগরবাসীর সেবায় নিয়োজিত রয়েছেন। গুরুত্বপুর্ণ দায়িত্ব থেকে তথ্য পাওয়া মাত্রই যেকোন অবৈধ স্থাপনা নির্মাণে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশানুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছেন। আর এনিয়েই বেশ কয়েকটি মহলের অপ-তৎপরতার শিকার হয়েছেন তিনি। যা নিয়ে সম্প্রতি তাকে আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র সেরনিবায়াত সাদিক আব্দুল্লার অনুসারী আখ্যা দিয়ে ছবি সম্বলিত বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালানো হয়। এনিয়ে কর্পোরেশনের একাধিক কর্মকর্তা ও কর্মচারী ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা জানান, চাকুরী করলে যখন যে দায়িত্বে থাকবেন তার নির্দেশ মানতে হয় । ছবি থাকা মানে এই নয় যে তিনি অনুসারী কিংবা আওয়ামী লীগের দোসর। আমরা সিটি কর্পোরেশনে কর্মরত। তৎকালীন মেয়র ছিলেন সাদিক আব্দুল্লাহ। তিনি যেহেতু প্রতিষ্ঠানের প্রধান । সেহেতু তার নির্দেশ মানা ও ছবি থাকা নেতিবাচক নয়। এ বিষয়টিকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করে অসাধু মহন নানান অপকৌশল চালিয়েছে। যার কোনটিই সত্য নয়।
তারা আরও জানান, আমরা চাকুরীর স্বার্থে যখন যিনি দায়িত্বে আসবেন তার নির্দেশ পালন করতে হবে। এক্ষেত্রে অসাধু মহল সেটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তার দ্বায় আময়ার নেব না। কারণ দলের উর্ধে থেকে আমরা নাগরিক সেবা দিয়ে যাচ্ছি। আমরা কারও অনুসারী নই। এবিষয়ে সংশ্লিস্ট উর্ধতন মহলের সুদৃষ্টি কামনা করেন তারা।
Leave a Reply