নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলা বিএনপি’র এক শীর্ষ নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৩ মে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের বরাবরে এ অভিযোগ দায়ের করেন তাঁতী দলের জেলা দক্ষিণের সাবেক সভাপতি ও জর্জ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. এইচ.এম আনিচুর রহমান। একইসাথে অভিযোগের অনুলিপি বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রেজভী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ন মহাসচিব এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি’র মহাসচিব ব্যরিস্টার কায়সার কামাল, বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ও বরিশাল দক্ষিন জেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবের কাছে অভিযোগের অনুলিপি প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত হলেন এ্যাড. কাজী এনায়েত হোসেন (বাচ্চু কাজী)। তিনি সদর উপজেলা বিএনপি’র আহবায়ক পদে রয়েছেন।
আইনজীবী আনিসুর রহমান অভিযোগে জানান, সম্প্রতি সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. কাজী এনায়েত হোসেন (বাচ্চু কাজী) তার ভেরিফাইড ফেসবুক আইডিতে (Ad Kazi Enayet Hossain) গত ৫ মে ’দাবি এখন একটাই, ৫ বছর ইউনুসকে চাই’ পোষ্ট করেন।
বিগত ১৭ বছর পর স্বৈরাচারী আওয়ামী লীগের হাত থেকে দেশ মুক্ত হয়। গণতন্ত্র পুনরুদ্ধারে পতিত সরকারের বিরুদ্ধে নিরলস আন্দোলন করে জনগণের দল বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরপেক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখে। অথচ তিনি একজন বিএনপি’র শীর্ষ পদধারী নেতা হয়েও ৫ বছর ইউনুসকে চাই’ মুহুর্ত ভাইরাল হওয়া ঐ পোষ্টটি বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। ফলে তারা বাচ্চুর আইডি’র ঐ পোষ্টটি স্ক্রিনশর্ট দিয়ে আমাকে পাঠায়।
তিনি আরও জানান, স্ক্রিনশর্টটি দিয়ে আমি ও স্থানীয় অনেক মানুষ বাচ্চুর এমন নেতিবাচক কর্মকান্ড তুলে ধরে ফেইসবুকে নিন্দা জানিয়ে পোষ্ট দেয়। এতে বাচ্চু কাজীর অনেক অনুসারী আমাকে অশালীন মন্তব্য করে। এদিকে ৭ মে মুঠোফোনের মাধ্যম জানতে পারি, বাচ্চু কাজী আমার বিরুদ্ধে তার ফেসবুকে অপ-প্রচার চালাচ্ছেন। তিনি তার ফেসবুকে লিখেন, ড. ইউনুসকে আরও ৫ বছর চাই’ এমন পোষ্ট আমি তার আইডিতে ট্যাগ করেছি। পরবর্তীতে তিনি তার ফেসবুক হ্যাকড হয়েছে বলে আরও একটি পোষ্ট করেন।
আনিসুর জানান, অপ-প্রচার ও আইডি হ্যাকড হয়েছে মিথ্যা এমন অভিযোগ তুলে আমার বিরুদ্ধে আমার নামে একটি সাধারণ ডায়েরীও করেন বাচ্চু । পরবর্তীতে বিষয়টি আমার আরও যাচাই-বাছাইয়ে ফেসবুক এক্সপার্টের দ্বারস্থ্য হই। সেখান থেকে বাচ্চু কাজীর আইডিতে আমি কোন ট্যাগ কিংবা তার আইডি হ্যাকড হয়নি বলেও নিশ্চিত হই। এদিকে এসবের পর বাচ্চু তার আইডি থেকে ওইসব পোষ্ট ডিলেট করে দেন। আমার নিরাপত্তার জন্য কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নং-৪৬৭।
এদিকে আইনজীবী আনিসুর আরও জানান, স্বৈরাচারী আওয়ামী লীগের সময়ে সাংগঠনিকভাবে নিস্ক্রিয় ছিলেন বাচ্চু কাজী। তার বিরুদ্ধে ঐ সময়ে রাজনৈতিক কোন মামলাও হয়নি। আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনৈতিক ফায়দা লুটেছে তিনি। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পকেট কমিটিও দিয়েছে বলে অভিযোগ রয়েছে। কিছুদিন পুর্বে বাচ্চু কাজী ও তার ভাই কাজী ফিরোজ আলমকে বহিস্কারের দাবীতে চন্দ্রমোহন ইউনিয়নের তিন হাজার বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিলও করে।
তিনি আরও জানান, ৫ আগষ্টের পরে সু-কৌশলে বিএনপি’র বিভিন্ন পদ পদবী বাগিয়ে নিয়েছে বাচ্চু কাজী । তার ছোট ভাই kazi Shahin লন্ডনে বসে ফ্যাসিস্ট মন্ত্রী-এমপিদের আশ্রয় দিচ্ছেন। তাদের সাথে ছবি তুলে ফেসবুকেও পোষ্ট দেয়। যার বিভিন্ন তথ্যাধি সংরক্ষিত রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বাচ্চু কাজীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টিও কামনা করেন।
এদিকে এ্যাড. এইচ.এম আনিসুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপ-প্রচার, অশালীন মন্তব্য ও মিথ্যা জিডির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা দক্ষিণ তাতী দল। সেখানে তারা বাচ্চুর নেতিবাচক সব কর্মকান্ডের তথ্যাধি তুলে ধরে নিন্দা জ্ঞাপন করেন।
এ বিষয়ে এ্যাড. কাজী এনায়েত হোসেন (বাচ্চু কাজী) জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এজন্য মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা বিএনপি’র (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহীন জানান, আমাদের কাছে শুধু অনুলিপি দেয়া হয়েছে। আনিসুর রহমান কেন্দ্রে অভিযোগ দিয়েছেন। কেন্দ্র আমাদের বিষয়টি সম্পর্কে দায়িত্ব প্রদান করলে আমরা সুষ্ঠুভাবে আরোপিত দায়িত্ব পালন করবো। এছাড়া তারা দু’জনেই পাল্টাপাল্টি থানায় জিডি করেছেন। এক্ষেত্রে পুলিশ তদন্ত করে যে প্রতিবেদন দিবেন সেটি আমাদের কাছে পাঠালে আমরাও সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে বরিশাল জেলা বিএনপি’র (দক্ষিণ) আহবায়ক আবুল হোসেন খান জানান, অভিযোগ পাইনি। তবে অভিযোগটি দিয়ে থাকলে সে অনুযায়ী বিষয়টি দেখবো।
Leave a Reply