নিজস্ব প্রতিবেদক // বরিশালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী , গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সরকারী দলের লাগাতার সন্ত্রাস-হামলার প্রতিবাদ এবং দীর্ঘ ১২ বছর পর বরিশাল উত্তর জেলা বিএনপি কর্তৃক গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া উপজেলায় বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেয়ায় গনমিছিল করেছে নেতাকর্মীরা।
আজ সকাল ১০ টায় বরিশাল নগরীর বিএনপির কার্যালয়ের সম্মুখ হতে লক্ষনীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ মিছিল বের হয়। এর আগে কার্যালয়ের সম্মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ ও মিজানুর রহমান মুকুলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন নেতাকর্মীরা। নবনির্বাচিত গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা গৌরনদী কলেজের ভিপি বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবদলের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ ও সদস্য সচিব ফরিদ মিয়া , আগৈলঝাড়া বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম ও যুগ্ন আহবায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন মঞ্জু , আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন , মিজানুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য শামীম আহমেদ খলিফা , পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আগৈলঝাড়া যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান মুন্সি, গৌরনদী উপজেলা যুবদল নেতা এইচ এম মুসা , স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রোকনুজ্জামান রোকন, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন মোল্লা, ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রাজিব খান , উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ কামরুল হাসান জয়, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন হিরা, সহ-সভাপতি হাফিজুল ইসলাম, গৌরনদী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানিম হোসেন তানিমসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী, দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী , গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় সরকারী দলের লাগাতার সন্ত্রাস-হামলার প্রতিবাদ জানিয়েছেন।
এছাড়া দীর্ঘ ১২ বছর পর বরিশাল উত্তর জেলা বিএনপি কর্তৃক গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া উপজেলায় বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ ও মিজানুর রহমান মুকুলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বক্তারা পুর্বের ন্যায় বিএনপির সামনের কর্মসুচীতেও ঐক্যবদ্ধভাবে বিভিন্ন দাবী আদায়ে নির্দেশনানুযায়ী আন্দোলন করবেন বলেও জানান। এসময় অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু।
Leave a Reply