1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি আদালতের রায় ও প্রকল্প পূনরায় বহাল থাকায় বৈধভাবেই অফিস করছেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল ওয়াদুদ ! বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলায় পিরোজপুর থেকে নারী আসামি গ্রেফতার

আফগানিস্তানে অনাহার-অর্ধাহারে ২ কোটি ৩০ লাখ পরিবার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৩২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ফারাহানাজ (মূল নাম গোপন রাখা হয়েছে) পেটপুরে খাওয়ার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেছে।

উত্তর আফগানিস্তানের সাবেক রেডিও উপস্থাপক ২৪ বছরের এ তরুণী আল জাজিরাকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক হিসেবে আমরা কোনোভাবে (খাবারের) ব্যবস্থা করে ফেলতে পারি। কিন্তু যখন শিশুরা খাবারের জন্য বায়না ধরে, তখন আমাদের মুখে ভাষা থাকে না তাদের কিছু বলার।’

ফারাহানাজ তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত বছরের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর তিনি চাকরি হারিয়েছিলেন। দরিদ্রতার কারণে তিনি তার পরিবারের ভরণপোষণ নিয়ে চরম সমস্যায় পড়েছেন বলে উল্লেখ করেন।

ফারাহানাজ বলেন, ‘তালেবান যখন কাবুলের নিয়ন্ত্রণ নিচ্ছিল, তখন আমার বোন সার্জারি থেকে মাত্র সেরে উঠছে। তখনই আমাদের জীবন পাল্টা যায়। সে অনেকটাই ওজন হারায় এবং খাদ্যাভাবে অসুস্থ হয়ে পড়ে।’

তিনি জানান, এ পরিস্থিতিতে তার পরিবার বোনের চিকিৎসার খরচ চালিয়ে নিতে পারছে না।

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের উপ-বিশেষ প্রতিনিধি ড. রমিজ আলাকবারভ বলেন, ‘আফগানিস্তানে অনাহার-অর্ধাহারে থাকা ২ কোটি ৩০ লাখ পরিবারের একটি ফারাহানাজের পরিবার।’

মার্চের শুরুতে এক বিবৃতিতে ড. আলাকবারভ বলেন, ‘আফগানিস্তানে ৯৫ শতাংশ জনগণ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এ সংখ্যাটি এতোটাই বেশি যে তা অকল্পনীয়। তথাপি, দুর্ভাগ্যজনকভাবে এটাই কঠিন বাস্তবতা।’

তিনি জানান, প্রায় শতভাগ গৃহিনী খাদ্যাভাবের সমস্যার মধ্যে রয়েছেন।

ড. আলাকবারভের এসব বর্ণনা যেন ফারাহানাজের পরিস্থিতিকেই প্রতিফলিত করছে।

ফারাহানাজ বলেন, ‘সুদিনে আমি রেডিও উপস্থাপক হিসেবে কাজ করেছি; সেইসঙ্গে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কাজ করতাম। আমার এক ভাই আফগান নিরাপত্তা বাহিনীতে কাজ করতো। আমরা আমাদের পরিবারের আট সদস্যের ভরণপোষণ করতে পারতাম।’

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ফারাহানাজের ভাই প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। এতে ফারাহানাজ হয়ে পড়েন পরিবারের একমাত্র উপর্জনকারী।

আফগানিস্তানের পাবলিক হেলথ মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে জানিয়েছে, দেশটিতে ২০২২ সালে প্রায় ১৩ হাজার ৭০০ নবাগত শিশু ও ২৬ জন মায়ের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ