
অনলাইন ডেস্ক
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বরিশালের রুপাতলীতে স্থাপিত লবস্টার রেস্ট্রুরেন্ট ও কনভেনশন হলে সুলভ মুল্যে ইফতার পার্টির বুকিং চলছে। মাসজুড়ে বিভিন্ন পদ্ধতির ইফতারির আয়োজন করে একদিকে সুলভ মুল্য নির্ধারণের পাশাপাশি অন্যদিকে মনোরম পরিবেশে ব্যবসায়িক এ প্রতিষ্ঠানের কর্মকান্ডে প্রশংসা ছুয়েছে সর্বত্র। ভোক্তা পর্যায়ে এমন ইতিবাচক কর্মকান্ডে ফিরেছে স্বস্তি।
রোজার মাসজুড়ে ইফতারির আয়োজনে কম মুল্যে বুকিং নিচ্ছে এ প্রতিষ্ঠানটি। এর অভ্যন্তরে মনোমুগ্ধকর পরিবেশে ইফতার আয়োজন সম্পন্নে সব দিক থেকে প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। একাধিক ভোক্তা জানান, সুলভ মুল্যে প্রতিষ্ঠানটিতে বুকিং নেয়া হচ্ছে। এছাড়া মনোরম পরিবেশে স্বস্তিও পাওয়া যায়। ভোক্তাদের চাহিদানুযায়ী সব খাদ্য কম মুল্যে পরিবেশন করা হচ্ছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, আমরা সব সময় ভোক্তা পর্যায়ে সব খাদ্য সহনীয় পর্যায়ে রেখেই পরবেশন ও বিক্রি করে আসছি। আর বিশেষ করে রোজার মাস ঘিরে আমাদের কনভেনশন হলে কম মুল্যেই বুকিং নেয়া হচ্ছে। ভোক্তাদের স্বস্তি ফেরাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
Leave a Reply