স্টাফ রিপোর্টার
বরিশাল জেলার দক্ষিণ জাগুয়া ২৬ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসাহিকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। রবিবার (২২ অক্টোবর) দুপুর ১ টায় আকোন স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন মো: লিটন আকন তার স্ত্রী মাকসুদা বেগম ও তার ছেলে ইমরান আকন তারা উভয় হলেন ২৬ নং ওয়ার্ডের বাসিন্দা বাসিন্দা। আহত লিটন আকন ও মাকসুদা বেগকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত লিটন আকন জানান রবিবার সকালে লিওন গাজী, ইমরানের দোকানে বাকি নেয়ার জন্য আসে ইমরান বাকি দিতে অস্বীকার করলে ইমরানকে অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়। পরে ইমরানকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে লিওন গাজী লিমন ইমন মুজিবুর মাস্টার শুভ রনি ও সাকিব মিলে দুপুর ১ টার দিকে ইমরানের দোকান এসে ইমরানকে মারধোর শুরু করে ইমরানের ডাক চিৎকার শুনে ইমরানের বাবা লিটন ও তার মা মাকসুদা বেগম ঘটনাস্থলে গেলে তাদেরকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে দোকানে থাকা নগদ ২৫ হাজার টাকা ও ইমরানের গলায় থাকা আট আনা সোনার চেইন ও তার মা মাকসুদা বেগমের গলায় থাকা এক ভরি সোনার চেইন ও হাতের সোনার বালা ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষরা। আহাতের মধ্যে লিটন আকন ও মাকসুদা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।
Leave a Reply